জুলাই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ৫ অগাস্ট সংসদ ভবনে সবার সামনে পড়েছেন। এই অনুষ্ঠান নিয়ে অনেক আতশবাজি জ্বালানো হয়েছিল, কিন্তু বাস্তবে অনুষ্ঠানটি ছিল আলোবিহীন। যাদের অনুরোধে এই ঘোষণাপত্রটি লেখা হয়েছিল, জুলাই আন্দোলনের নেতারা অধিকাংশই ওই অনুষ্ঠান বয়কট করেছেন। দু-একজন যারা এসেছিলেন, তারা মুখ গোমড়া করে অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলেন। অন্যরা, যাদের এই বিষয়ে তেমন উৎসাহ ছিল না, তারা মঞ্চে দাঁড়িয়ে শুধু সৌজন্য রক্ষা করেছেন। জুলাই জাতীয় সনদের অবস্থা আরও ত্রাহি ত্রাহি। খসড়া তৈরি হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়নি এবং এর বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়েও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এই জট খোলার জন্য দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন আবার বৈঠকে বসছে। দুর্ভাগ্যজনকভাবে, জট খোলার যত চেষ্টা হচ্ছে, ততই জট বাড়ছে। জুলাই ঘোষণাপত্রে...