সমালোচনার ঝড়েও যে ফিরে আসা যায়, সেটাই প্রমাণ করলেন লিটন দাস। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ফিফটির দেখা পেলেন অধিনায়ক।সেই সাথে দলের জয়েও রাখলেন অবদান। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্য টপকাতে দলকে এগিয়ে নেন অধিনায়ক লিটন। তিনি খেলেন ৩৯ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার। এই ইনিংসেই তুলে নেন এবারের এশিয়া কাপে নিজের প্রথম ফিফটি এবং দলকে জেতানোর দায়িত্বটাও শেষ পর্যন্ত পালন করেন। দুর্দান্ত পারফর্ম করে মাচ সেরা হন লিটন। ম্যাচের পর জানান, দলীয় পারফরম্যান্সে তিনি খুশি। লিটন বলেন, "আমরা কয়েকটি সিরিজ খেলেছি। কিন্তু এশিয়া কাপ আলাদা চাপ। কিন্তু সবাই ভালো খেলেছে। বিশেষ করে বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে খুশি।...