আবুধাবির গ্যালারিতে শ কয়েক দর্শক। তাঁদের প্রায় সবাই বাংলাদেশি। দল উইকেট পেলেই উচ্ছ্বাসে ভাসছিলেন তাঁরা। প্রতিপক্ষ হংকংয়ের ব্যাটসম্যানদের বাউন্ডারিতে মলিন হচ্ছিল মুখ। হংকংয়ের ইনিংস শেষ হওয়ার পর একটু কি হারের শঙ্কাও ভর করেছিল মনে? না করে উপায় কী! আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রান করা হংকং যে আজ আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে করে ফেলেছিল ১৪৩ রান। শেষ পর্যন্ত অবশ্য বাংলাদেশের ৭ উইকেটের জয়ে হাসিমুখেই বাড়ি ফিরেছেন বাংলাদেশের সমর্থকেরা। তবে একটা অতৃপ্তি হয়তো আছে—হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের মতো বড় জয় যে পাওয়া গেল না! বড় জয় আসলে দরকারই ছিল বাংলাদেশের। ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচনা করা ‘বি’ গ্রুপ থেকে কাগজে–কলমে সুপার ফোরে যাওয়ার দৌড়ে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে তাই রানরেটটা বাড়িয়ে নিতে চাইবে তিন দলই।...