ঢাকা: দেশে সবচেয়ে বেশি বেকার রয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৬ লাখ ৮৭ হাজার। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগের পর বেকারত্বের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। চট্টগ্রাম বিভাগে বেকারের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার এবং রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার।অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ৩ লাখ ৩১ হাজার, সিলেটে ২ লাখ ১৬ হাজার, রংপুরে ২ লাখ ৬ হাজার, বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার আছে বলে বিবিএস-এর পরিসংখ্যানে জানানো হয়েছে।বেকারের সংজ্ঞা:আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বেকার বলতে তাদেরকেই বোঝায়, যারা অন্তত এক মাস ধরে কাজ খুঁজছেন এবং সর্বশেষ এক সপ্তাহে এক ঘণ্টা...