১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও মানোন্নয়নে দেশের আলেম-ওলামাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। অথচ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে জামায়াতের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন বর্তমান ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম। নিজের সুবিধার্থে বিধি-বিধানের তোয়াক্কা না করে বেছে বেছে নিয়োগ দিয়েছেন এক ঝাঁক সাবেক শিবির ও জামায়াতপন্থীদের। শুধু নিয়োগই নয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কিভাবে পরিচালিত হবে, কারা নিয়োগ পাবে, কোন মাদরাসার গভর্নিং বডিতে কারা আসবেন সবই নির্ধারিত হচ্ছে জামায়াতে ইসলামির মগবাজার অফিস ও কাটাবন অফিস থেকে। বিশ্ববিদ্যালয়টির সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। ৫ আগস্ট পরবর্তী আরবি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের একচ্ছত্র আধিপত্য, দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা, নিয়োগ, অধিভুক্তি নবায়ন, পাঠদান, স্বীকৃতি নবায়নসহ...