অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট হলো সংস্কার কার্যক্রম। তাই আসন্ন জাতীয় নির্বাচন ও বিচার প্রক্রিয়ার মতোই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন কেবল একটি সাধারণ নির্বাচন নয়। এটি হবে একটি “ফাউন্ডেশনাল ইলেকশন”, যার মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের আগামীর দিকনির্দেশনা ও পথরেখা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কমিশন সূত্র জানায়, খুব শিগগিরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে। এছাড়া আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা...