যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া চার্লি কার্কের হত্যাকারী সম্পর্কে কোনও তথ্য দিলে বা তাকে ধরিয়ে দিলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এর আগে এফবিআই সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে এফবিআই-এর সল্ট লেক সিটি শাখা। সন্দেজনক ওই ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চায় তারা। কার্কের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আইনপ্রয়োগকারী সংস্থার প্রকাশিত এটিই কোনও ব্যক্তির প্রথম ছবি। সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় এখনও অজানা। তার ছবি প্রকাশের পরই এক ঘোষণায় এফবিআই বলেছে, “চার্লি কার্ককে হত্যার জন্য দায়ী ব্যক্তিকে বা (ব্যক্তিদেরকে) শনাক্ত করতে কেউ তথ্য দিলে এবং ধরিয়ে দিলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।” কারো কাছে তথ্য থাকলে তাকে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ...