ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার পরদিন রায়েরবাজারের একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ। এ সময় ছাত্রশিবিরের অন্যান্য বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর ঘোষণা দেন তারা। এ সময় ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন নেতারা। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা। এ কর্মসূচিতে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের এই বিজয় শুধু আমাদের নয়, এটি জুলাই প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর বিজয় এবং শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। এখানে আসলে কোনো হার-জিত নেই।...