১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় থাকা অবৈধ বাস ও লেগুনাস্ট্যান্ডে প্রতিনিয়তই যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। স্থায়ী সমাধান না হওয়ায় এবার কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মো রইছ উদ্দীন । শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি, পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যায়। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত বুধবার শিক্ষক সমিতির লাউঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড....