আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু (ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ) নির্বাচন তার একটি বড় ‘টেস্ট’ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই টেস্টে রাজনৈতিক দল, সুধী সমাজ ও শিক্ষার্থীরা ভালোভাবে উত্তরণ করেছেন মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি ঘটনাও ডাকসু নির্বাচনে ঘটেনি। বৃহস্পতিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ: সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ মন্তব্য করেন। নাগরিক প্ল্যাটফর্ম ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রায় প্রতিদিনই সরকারের বৈঠক হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন, নির্বাচন...