দাপুটে জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেট আর ১৪ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান তোলে হংকং। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করলেও দ্রুতই দুটি উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ১৯ রান এবং তানজিদ হাসান তামিম ১৪ রান করে আউট হন। তবে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের জুটি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। লিটন ৩৯ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন। শেষ পর্যন্ত হৃদয় অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, সঙ্গে ছিলেন জাকের আলী (০*)। এর আগে হংকংয়ের ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। রিভিউতে অংশুমান রথকে (৪)...