এশিয়া কাপে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৪ রানের। ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস করেছেন ৩৯ বলে ৫৯ রান। এই রান করার পথে রেকর্ড গড়েছেন লিটন। আবুধাবিতে বৃহস্পতিবার রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলীয় ৪৭ রানে ২ উইকেট হারায়। পাওয়ার প্লে শেষে তোলে ৫১ রান। সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে দারুণ এক চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হন লিটন। তিনি পেছনে ফেলেন ২৪৪৪ রান করা মাহমুদউল্লাহকে। ১৩তম ওভারে দলীয় ১০০ রান করে বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে ইয়াসিম মুর্তজাকে ছক্কা মেরে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েন লিটন। পরের বলেই চার মেরে ফিফটি ছোঁয়া লিটনের এটি ছিল ৭৮তম...