এর আগে একবারই হংকয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে অবশ্য তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছিল স্বাগতিকদের। হারতে হয়েছিল ২ উইকেটে! এশিয়া কাপ অভিযানে নেমে অবশেষে হংকংকে টি-টোয়েন্টিতে প্রথমবার হারানোর স্বাদ নিয়েছে বাংলাদেশ দল। তাতে ‘বি’ গ্রুপে হংকংয়ের বিপক্ষে জয়ে পূর্ণ ২ পয়েন্টও নিশ্চিত হয়েছে। তবে সেই পয়েন্ট পেতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও থাকছে প্রশ্ন! আবু ধাবিতে ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখে। পাওয়ার প্লেতে দুই ওপেনার ফিরলেও দলের জয়ের ভিত গড়েন মূলত লিটন দাস (৫৯) ও তাওহীদ হৃদয় (৩৫*)। যদিও মাঝের ওভারগুলোতে হংকং চাপ তৈরি করায় বাউন্ডারির দেখা মিলছিল না। রানও উঠেছে ধীর গতিতে। তার পর হংকংয়ের বোলিংয়ে ধার কমতেই হাত খুলে খেলেছেন...