জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সিনেট ভবনে ভোট গণনা চলছে। জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রায় ৬৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। রাত সোয়া ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ভোট গ্রহণ শেষে হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে সিনেট ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা থেকে ভোট গণনা শুরুর কথা থাকলেও রাত সোয়া ১০টায় গণনা শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী বলেন যেহেতু পুরো প্রক্রিয়াটি ম্যানুয়াল করতে হবে, সেহেতু একটু দেরি হতে পারে। সে ক্ষেত্রে সকালও হতে পারে। এরআগে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রশিদুল আলম সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। তাই ফলাফল পেতে আগামীকাল সকাল...