চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন বলেছেন, নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ্য-সুন্দর নগরী গড়ে তুলতে হবে। সেজন্য এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সামনে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা হাস্তান্তর কর্মসূচী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মেয়র শাহাদাত হোসেন বলেন, অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। তাই সবাইকে স্বতঃস্ফুর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। মেয়র আরও বলেন, চট্টগ্রাম একটি ঘনবসতিপূর্ণ নগরী। এখানে দূষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সেই দূষণ রোধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো গাছ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তবে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে...