১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মোশারফ হোসেন একসময় ছিলেন আম ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি ২০১৯ সালে সউদী আরবের বিভিন্ন জাতের খেজুরের চারা রোপণ করে বাগান গড়ে তোলেন। তখন অনেকেই ভেবেছিলেন বাংলাদেশে মরুভূমির ফল খেজুর ফলানো সম্ভব নয়। কেউ কেউ তাকে উপহাসও করেছিলেন।কিন্তু অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন, অসম্ভবকেও সম্ভব করা যায়। বর্তমানে তার বাগানে ঝুলছে থোকায় থোকায় খেজুর। লাল, সবুজ ও হলুদ রঙের এই ফলের সুবাসে ভরে গেছে বাগান। আজওয়া, মরিয়ম, দাবাস, বারিহী, আমবার, বরইসহ ১১ প্রজাতির খেজুর চাষ করছেন তিনি। শুধু ফলন নয়, খেজুর বিক্রি করেই তিনি হয়েছেন আর্থিকভাবে স্বাবলম্বী। এখন দেশের অনেক কৃষকই তার উদ্যোগ দেখে খেজুর চাষে আগ্রহী হচ্ছেন। বর্তমানে তার ১০...