১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। গত বুধবার সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর বাড়ির উঠানে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার গতকাল সকালে নিহত সোহাগের স্ত্রী শাহীনূর বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা নং ১৮। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. আফজাল হোসাইন। হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন নিহতের পরিবার। তবে পুলিশ এই জোড়া খুনের মামলায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাদের লাশ পাশাপাশি দাফন করা হয়। নিহতরা হলেন- বৈলাব গ্রামের অবসর প্রাপ্ত সেনা...