১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মহেশখালীর গহীন পাহাড়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দ্বীপের কালারমারছার গহীন পাহাড়ে সন্ত্রাসীরা গড়ে তুলেছে অস্থায়ী অস্ত্রের কারখানা ও তাদের নিরাপদ আশ্রয়স্থল। সেখান থেকে তারা মাছের ঘের দখল, চাঁদাবাজি ও খুনাখুনিসহ বিভিন্ন অপরাধ জনিত কর্মকা- পরিচালনা করার অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে। তারই ধারাবাহিকতায় ওই সশ্বস্ত্র সন্ত্রাসী বাহিনীদের উৎখাত করতে ড্রোনসহ প্রযুক্তি ব্যবহার করে র্যাবের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয়। গতকাল সকাল থেকে প্রায় ৬ ঘণ্টা ধরে মহেশখালী কালারমারছড়াস্থ গহীন পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় র্যাব ১৫ এর নেতৃত্বে তারেক বাহিনীর আশ্রয়স্থলে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে...