১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভাঙ্গায় সড়কের পর এবার রেলপথ অবরোধ মানুষের কষ্টের কথা আমলে নিচ্ছেন না কেউ। বিকল্প পথে যেমন ঢাকা যাচ্ছে তেমনি ঢাকা থেকে ফরিদপুর অঞ্চলে ফিরছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতিবেদনকালে দেখা যায়, ভাঙ্গা হয়ে উঠছে ২১ জেলার যাত্রীদের নরক যন্ত্রণার খেলার মাঠ। বৃহস্পতিবার থেকে আন্দোলনের বিষ বিষ ডুকলো রেলপথে। ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। অবরোধকারীরা সড়কপথের পাশাপাশি রেলপথেও অবরোধ করছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। ভাঙ্গার আন্দোলন দিন দিন কঠোর থেকে কঠোরতম হচ্ছে। একদিকে প্রচন্ড রোদ ভ্যাপসা গরম, অপরদিকে, বৃষ্টি মেঘ কোনো কিছুই মানছেন না আন্দোলনকারীরা। কেউ কেউ সকালের নাস্তা রাস্তায় খেয়েছে। কেউ খেয়েছে দুপুরের খাবার। আন্দোলনকারীদের সাথে একাত্মতা...