১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে একথা জানা গেছে। এর আগে উড়িষ্যার কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গত এক মাসের মধ্যে পরপর চারটি লঘুচাপ সৃষ্টি হলেও ঘনীভূত হওয়ার আগেই দুর্বল হয়ে কেটে গেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা বৃষ্টিপাত সত্ত্বেও ভ্যাপসা গরম কাটেনি। আবহাওয়া বিভাগ জানায়, বাতাসে অত্যধিক পরিমাণে জলীয়বাষ্পের উপস্থিতির কারণে গরমে-ঘামের অস্বস্তি অব্যাহত আছে। গতকাল সন্ধ্যায় রাজধানী ঢাকার বাতাসে জলীয়বাষ্পের হার ছিল ভোরে ৮৪ এবং সন্ধ্যায় ৮৬ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৪ ডিগ্রি সে.। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৩.২ এবং সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সে.। তবে ঢাকা, খুলনাসহ অনেক জায়গায় প্রকৃত তাপনুভূতি...