১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার (তদন্ত) মো: জহিরুল হক, কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খানসহ সচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন। তিনি বলেন, দুদকের সাবেক দুই কমিশনারসহ সচিব পদের ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে নীতিমালা ভঙ্গ করে ধানমন্ডির ৬/১, ঠিকানায় ফ্ল্যাট বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান টিমের রুটিন কাজ বলে জানান এই কর্মকর্তা। তলবি নোটিশ দেয়া কর্মকর্তারা হলেন, দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, সাবেক কমিশনার জহিরুল হক, সাবেক সচিব মো: ইউনুসুর রহমান, সাবেক সচিব এম এ কাদের। আগামী ১৭ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের মুখোমুখি...