১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ এএম হংকংয়ের দেওয়া টার্গেট নাগালের মধ্যেই ছিল।বোলিংয়ে নাটকীয় কিছু করতে না পারলে বাংলাদেশের সহজ জয় প্রত্যাশিত ছিল।হলোও তাই।শক্তিমত্তায় অনেক পিছিয়ে থাকা হংকং লড়াই করলেও হারাতে পারলনা টাইগারদের। আবু ধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকং ২০ ওভারে তোলে ১৪৩ রান। জবাব দিতে নেমে ১৪ বল ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা। রানতাড়ায় নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে ২৪ রান। তৃতীয় ওভারের শেষ বলে পারভেজ হোসেন ইমন ১৪ বল ১৯ রান করে ফিরে গেলে জুটি ভাঙে। ৫.৪ ওভারে ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ফেরেন ১৮ বলে ১৪ রান করে। হংকংয়ের আতিক ইকবাল ২ উইকেট নেন।...