১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা অবশেষে দেশে ফিরলেন। গতকাল বিকালে বিশেষ বিমান যোগে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরলেন তারা। এদিন বিকাল পৌনে ৫টায় রাজধানীর কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টিম কন্টিনজেন্টের পাশাপাশি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ১৮ জন ক্রীড়া সাংবাদিকও বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমানের বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফেরেন। কাঠমান্ডু থেকে ফেরা সবাইকে অভ্যর্থনা জানাতে কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিমান ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও দুর্নীতির বিরুদ্ধে গত সোমবার দুপুরের দিকে নেপালের ছাত্র-জনতা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু...