রাজধানীর আফতাবনগর মাদরাসা মিলনায়তনে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকটি আয়োজন করে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। সার্বিক তত্ত্বাবধান করে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।সভায় বক্তব্য রাখতে গিয়ে আল্লামা আব্দুল হামিদ বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক বিশ্বাস রক্ষায় খতমে নবুওয়তের গুরুত্ব অপরিসীম। মুসলমানদের ঈমান-আক্বিদা অটুট রাখার স্বার্থে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।”তিনি আরও বলেন, “এ বিষয়টি নিয়ে দেশব্যাপী সচেতনতা বাড়াতে হবে। আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, সেটিকে নবীপ্রেমিক মুসলমানদের মহাসমাবেশে পরিণত করতে হবে। প্রত্যেক মুমিন মুসলমানকে এই দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে।”বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ নভেম্বরের মহাসম্মেলন শতভাগ সফল...