১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এর আগে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘটেছে বিষয়টি। এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ঘটতে যাচ্ছে তা। ভারতের বেঙ্গালুরুতে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন নারী আম্পায়ার ও নারী ম্যাচ রেফারিরা। গতকাল এ বিশ্বকাপের জন্য ১৪ জন নারী আম্পায়ার ও ৪ জন নারী ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। আম্পায়ারদের ১৪ জনের তালিকায় আছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। এর আগে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পয়ারের দায়িত্ব পালন করেছেন সাথিরা।সর্বশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই সব ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নারী আম্পায়াররা। তবে ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম। ১৪ জনের তালিকায় থাকা ক্লেয়ার পোলোসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্নের আছে দুটি নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা।...