১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ৩৩ বছর পর গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের শেষ হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস ছিল উৎসবমুখর। অনেকে দিয়েছেন জীবনের প্রথম ভোট। তবে এই গণতান্ত্রিক চর্চার মধ্যেও ছিল পাল্টাপাল্টি অভিযোগ। নানামহল থেকে নানা অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার এক ঘণ্টা আগে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নানা অনিয়মের অভিযোগ এনে ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা আগে বিএনপিপন্থি তিন শিক্ষকও ভোট বর্জনের ঘোষণা দেন। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ শেষে কয়েকটি কেন্দ্রের ফলাফল থেকে দেখা গেছে প্রায় ৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরআগে গতকাল সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে কেন্দ্রীয় ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৫টা পর্যন্ত।সরেজমিনে ঘুরে...