১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা এবং টার্নিং পয়েন্ট ইউএসএর সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্কের ওপর হামলা ও তার মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে এ নিন্দা জানান তিনি। পোস্টে তারেক রহমান লিখেছেন, চার্লি কার্কের মৃত্যুর মর্মান্তিক ঘটনা শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। কারণ, একটি গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতাদর্শ ও সক্রিয়তার জন্য কাউকে সহিংসতার শিকার হওয়া উচিত নয়। একজন ব্যক্তির ধর্ম, আদর্শ বা দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, কারো জীবন এমন ঘৃণ্যভাবে শেষ হয়ে যাওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আরো লেখেন, ‘আমি এ হামলার তীব্র নিন্দা জানাই এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা’।উল্লেখ্য, চার্লি কার্ক ইউটাহ...