১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম ফ্লাইট চলাকালে একজন আমেরিকান মহিলা যাত্রী বিমানটিকে একটি ইতালীয় রেস্তোরাঁয় পরিণত করেন। খাবার পছন্দ না হলে তাজা পাস্তা তৈরি করেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিমানের খাবার প্রায়শই যাত্রীদের জন্য হতাশাজনক হয়, কিন্তু একজন আমেরিকান মহিলা যাত্রী ৩০ হাজার ফুট উচ্চতায় তার সিটে তাজা পাস্তা তৈরি করে ফেলেন। কেটি ব্রুকস নামে এ মহিলা খাদ্য প্রভাবশালী একটি ভাইরাল টিকটক ভিডিওতে ঘোষণা করেছেন যে, যদি আপনি বিমানের খাবার পছন্দ না করেন, তাহলে নিজের খাবার নিজেই তৈরি করুন।ভিডিওতে কেটিকে ময়দা এবং ডিম পানির সাথে মিশিয়ে একটি পাত্রে রেখে মেখে, তারপর ময়দা গড়িয়ে পাতলা টুকরো করে কেটে সুন্দরভাবে গনোচি তৈরি করতে দেখা যায়। এর জন্য তিনি পাস্তার ওপর ঐতিহ্যবাহী নকশা...