বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদের সেই সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব, যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। এ বিষয়ে লিখিত ও মৌখিক মতামত সবসময় প্রদান করা হয়েছে, এবং অন্যান্য রাজনৈতিক দলও একই রকম মত দিয়েছেন।” বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, “আমরা জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত। সনদের সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এর মাধ্যমে আগামী দিনে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। আমাদের বিশ্বাস এই প্রচেষ্টা সফল হবে।” সালাহউদ্দিন আরও বলেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন বিষয়ে মোট ছয়টি মতামত এসেছে রাজনৈতিক দলগুলো থেকে। কমিশন আলোচনার মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে উপস্থাপন করেছে, যার মাধ্যমে দেখা যাচ্ছে জুলাই সনদ কীভাবে...