হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশই। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন। তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিমও ১৮ বলে ১৪ রান করে। খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার...