সংবিধান সংশোধন করে ১৯টি মৌলিক সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে পদ্ধতি প্রস্তাব করেছে তাতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে রেখে এসব সংস্কার বাস্তবায়নের অঙ্গীকারের পথ দেখিয়েছে বিএনপিসহ কয়েকটি দল। অপরদিকে বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোটের পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে এমন ভিন্নমত তুলে ধরা হয়েছে সেসব দলের তরফে। গত ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দুই ধাপে গঠন করা ১১টি সংস্কার সংস্কার সরকারপ্রধানের কাছে সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬২টি সুপারিশ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই...