রাজধানীর শাহজাহানপুর বাগিচা ঝিলপাড় এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গুলিবিদ্ধরা হলেন রবিন (২৪) ও তার সহযোগী বিশাল। পুলিশ বলছে, রবিন পেশাদার ছিনতাইকারী এবং তার নামে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রবিন ও বিশালের শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহতদের বরাতে জানা...