৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। শনিবার প্রকাশিত এ ইশতেহারে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করেছে “প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ”—এই স্লোগানকে সামনে রেখে ৮টি মূল অঙ্গীকার। প্যানেলের নেতারা বলেন, তাদের ঘোষিত পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং নির্বাচিত হলে ক্যাম্পাসকে নিরাপদ, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গনে রূপান্তর করা হবে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস-পরীক্ষা পরিচালনা, কোর্স কারিকুলাম উন্নয়ন, আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরি ডিজিটালাইজেশন এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও পার্টটাইম চাকরির সুযোগ নিশ্চিতকরণ। জোরপূর্বক কর্মসূচি, র্যাগিং, গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ, বৈচিত্র্যের সহাবস্থান নিশ্চিতকরণ, নারী-পুরুষের জন্য আলাদা প্রার্থনাকক্ষ, ‘ইমার্জেন্সি হেল্পলাইন’ চালু ও...