টসের সময় রাসেল আর্নল্ড যখন বললেন ‘গা গরমের ম্যাচ’, খানিকটা আপত্তিই জানালেন লিটন কুমার দাস। বাংলাদেশ অধিনায়ক বললেন, এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই তাদের কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচেও পড়ল সেটিরই প্রতিফলন। মাঝারি রান তাড়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের তাড়া দেখা গেল না লিটন ও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে। গতিময়তার পথে না ছুটে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের কৌশল বেছে নিলেন দুজন। দল পেল প্রত্যাশিত বড় জয়ের দেখা। আবু ধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল বাংলাদেশ। শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার হংকং ২০ ওভারে তোলে ১৪৩ রান। আগের ম্যাচে আফগানদের কাছে ৯৪ রানে গুটিয়ে যাওয়া দলের জন্য এটি বেশ উন্নতিই বলতে হবে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন। তবে গতি, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে সেরা...