জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় কাজী নজরুল ইসলাম হল ও মীর মশাররফ হোসেন হলের হল সংসদের ভোট গণনার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন অফিসের সূত্রে জানা যায়, হল সংসদের ভোট গণনা শুরু হয়েছে। হল সংসদের গণনা শেষ হওয়ার পরপরই কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে সম্পূর্ণ জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ করা হয়। এবার জাকসুর মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই...