সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়ি চুরির মামলার আসামি মোরশেদ মঞ্জুরকে হেফাজতে নিয়ে নির্যাতনের মামলায় টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আমিনুল ইসলাম ঘটনার সময় ঢাকার গুলশান থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তার জামিন আবেদন নাকচ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার বিকেলে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়। মির্জাপুর থানার এসআই রমিজ রায়হান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আমিনুল ইসলামের পক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, “গুলশান থানার এসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন মোরশেদ মঞ্জুর। অজ্ঞাতনামা...