নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে প্রকাশ্যে অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা ক্ষমতার দাপটের গ্যারাকলে আটকে গেছে স্থানীয় প্রশাসন। চক্রটির করাল গ্রাস থেকে রক্ষার দাবী জানিয়েছেন তিস্তা পাড়ের নদীভাঙ্গা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মাঝেমধ্যে অভিযান চালিয়ে দায় সাড়া অবৈধ পাথর জব্দ করলেও সামান্যতম এর প্রভাব পড়েনি অবৈধভাবে পাথর উত্তোলনকারী চক্রটির ওপড়ে। অসহায় ও নির্বিকারের ভূমিকায় রয়েছেন উপজেলা প্রশাসন। তিস্তা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের কারণে ভাঙ্গনের ভয়াবহতা তীব্রতা আকার ধারণ করছে। প্রতিবছর ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙ্গন রোধে সরকারের কোটি কোটি টাকা খরচ করলেও কার্যত তেমন সুফলে আসছে না। স্থানীয় সংশোধন মহলের দাবী,দ্রুততম সময়ে অবৈধভাবে পাথর উত্তোলনকারী সিন্ডিকেট ভাঙতে যথাযথ ভাবে কঠোর আইন প্রয়োগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা। নইলে ভাঙ্গন রোধ...