অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখাঁরপুলে তিনজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী দুইজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের সাক্ষ্যগ্রহণ করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন চানখাঁরপুলে ৬ জন নিহত হয়। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের মধ্যে যে দুজন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারা হলেন ঢাকার নিউমার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী, নাজিম উদ্দিন রোডের বাসিন্দা মো. টিপু সুলতান ও নৌবাহিনীতে মালামাল সরবরাহকারী চানখাঁরপুলের বাসিন্দা মো. মনিরুজ্জামান।...