লক্ষ্যটা অনেক বড়। তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যপূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। বাংলাদেশ সে লক্ষ্যটা পূরণ করেছে। র্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটাকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে শুরু করেছে নিজেদের এশিয়া কাপ যাত্রা। টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তাঁর সঙ্গে ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের তিন বোলার সমান সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন পারভেজ হোসেন ইমন। দুটি ছক্কা মেরে ১৯ রান করলেও তিনি ফেরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন...