১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ এএম চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান সি-৯১৯ জেট কিমান কিনতে জোরালো আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়ার বাজেট বিমান সংস্থা এয়ার এশিয়া। তাদের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭০ কোটি জনসংখ্যার সাথে যোগাযোগ স্থাপন এবং ক্রমবর্ধমান চীন-আসিয়ান ব্যবসায়িক সম্পর্ককে পুঁজি করার কৌশলের অংশ হিসেবে মালয়েশিয়ার এ বিমান কিনতে চাচ্ছে।‘আমরা সি-৯১৯ কেনার জন্য সক্রিয় আলোচনা করছি,’ এয়ারএশিয়ার বিনিয়োগকারী সংস্থা ক্যাপিটাল এ-এর সিইও টনি ফার্নান্দেস বুধবার হংকংয়ে বেল্ট অ্যান্ড রোড সামিটকে বলেন। জেটের রাষ্ট্রীয় মালিকানাধীন নির্মাতা কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়নার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা প্রথম বিদেশী বিমান সংস্থা যারা (সি-৯১৯ -এর জন্য একটি চুক্তিতে) কোম্যাকের সাথে কাজ করছে।’ বিমানটি ১৯২ জন যাত্রী ধারণ করতে পারে এবং ৫,৫৫৫ কিলোমিটার...