১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়তই ঝরে পড়ছে তাজা প্রাণ। এ জ্বরের প্রকোপ এখন নগরের পাশাপাশি গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হলেও অনেকে সাধারণ জ্বর মনে করে হাসপাতালে যান না। হাসপাতালগুলোতে গিয়েও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নেয়ার প্রয়োজন ছিল সংশ্লিষ্টরা সেটা নিতে পারেনি। ফলে প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিনদিন মশাবাহিত এই রোগ রূপ নিচ্ছে ঘাতকে। কীটতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা নিধনের পাশাপাশি বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একইসঙ্গে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সরকারের পক্ষ থেকে ডেঙ্গু নিধন কার্যক্রম আরও জোরালো এবং বাড়াতে হবে জনসচেতনতা। গত জুন মাস থেকেই রাজধানী ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা পর্যায়ে ডেঙ্গু...