১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আওয়ামী শাসনামলে স্বাস্থ্যখাতের মাফিয়া ডন হিসেবে খ্যাত মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে রিমান্ড শুনানি আগামি ১৮ সেপ্টেম্বর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদনের ওপর শুনানির উপরোক্ত তারিখ ধার্য করেন ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত ইব্রাহিম মিয়া। এর আগে মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বুধবার মামলা করেন সংস্থাটির উপ-পরিচালক মো: সাইদুজ্জামান নন্দন। পরে বুধবার রাতেই রাজধানীর গুলশান এলাকা থেকে মিঠুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। আবেদনের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি রিমান্ডের পক্ষে শুনানি করেন। পক্ষান্তরে মিঠুর আইনজীবী শফিকুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে...