১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কারো ভালো লাগুক বা খারাপ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘সেকেন্ড পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধ্বস বিজয় প্রমাণ করেছে শিক্ষাঙ্গনে তাদের প্রভাব গভীর ও বিস্তৃত।। একইসঙ্গে স্পষ্ট হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের মূল সংগঠন জামায়াতের শক্ত নিয়ন্ত্রণ। নীতি, কৌশল কিংবা অপকৌশল সবকিছুর মিশ্রণেই ডাকসুতে শিবিরের এই জয় এসেছে। যে ফলাফলে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, পর্যবেক্ষকরাও বিস্মিত ও হতচকিত। এখন আলোচনায় আছে কেন ছাত্রদল হেরে গেল? এই পরাজয়ের প্রভাব কি আগামী জাতীয় নির্বাচনে পড়বে? নাকি এটি অতীতে জাসদ-বাসদের বিজয়ের মতো কেবল ক্ষণস্থায়ী ঘটনাই থেকে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস থেকে শুরু করে আবাসিক হল ও ক্যান্টিন সব জায়গায় শিবিরের অদৃশ্য নিয়ন্ত্রণ এখন...