আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাউন্সিলে পুনর্নির্বাচনে সমর্থন আদায়ের লক্ষ্যে নয়া দিল্লিতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আইএমও সদস্য দেশের প্রতিনিধিদের জন্য এই নৈশভোজের আয়োজন করা হয়। বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ২০২৩ সালে প্রথমবারের মতো আইএমও কাউন্সিলের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ক্যাটাগরি ‘সি’-তে একটি আসন পেয়ে ইতিহাস সৃষ্টি করে। আইএসও’র লন্ডনস্থ সদরদপ্তরে অনুষ্ঠিত ওই নির্বাচনে বাংলাদেশ ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল। ৪০ সদস্যবিশিষ্ট আইএমও কাউন্সিল তিন ক্যাটাগরিতে (এ, বি ও সি) বিভক্ত। বৈশ্বিক সামুদ্রিক নীতি প্রণয়নে এ কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে ভৌগোলিক ভারসাম্য বজায় রাখা এবং বিশেষ সামুদ্রিক স্বার্থসম্পন্ন দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করে ক্যাটাগরি ‘সি’। জাতিসংঘের একমাত্র সংস্থা হিসেবে আইএমও আন্তর্জাতিক নৌপরিবহন খাত নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক সমুদ্র...