গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার,(১১ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৬শ’ ৮২ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৪৫ জন। এভাবে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলছে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৪জন,ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২ জন। নিহত ৬ জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ময়মনসিংহে ১ জন,রাজশাহীতে ১ জন মারা গেছেন। গত ৯ মাসে নিহতের তথ্য মতে, জানুয়ারি...