বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের নগরভবনে ‘ঢাকার জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রশাসক বলেন, বিমানবন্দর এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের কারণে জলাধার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি। আপাতত অস্থায়ী সমাধান করা হয়েছে। ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য প্রকৌশল বিভাগ, ড্রেনেজ সার্কেল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে সমন্বিত করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ধানমন্ডি, নাখালপাড়া, কাজীপাড়া-শেওরাপাড়া, মিরপুর, কালশী ও বিমানবন্দর এলাকায় খাল খনন, নালা নির্মাণ এবং পানি নিষ্কাশনের নতুন পথ তৈরির কাজ চলছে। বিশেষভাবে কল্যাণপুর, বগার মা, প্যারিস ও কসাইবাড়ি খালের পুনঃখনন অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, অবহেলিত বগার মা খালের খননকাজ প্রায় শেষ হয়েছে, যার ফলে মিরপুরের ৬০ ফিট এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমেছে। এ ছাড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জায়গায়...