ম্যাচের আগের দিন লিটন দাস জানিয়েছিলেন— তার দল আগ্রাসী নয়, স্মার্ট ক্রিকেট খেলতে চান। কথা রেখেছেন লিটন। কথা রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের নায়ক লিটনই। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হংকংকে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেটে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে হংকং। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে দলটি। জবাবে ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৪৪ রান। লক্ষ্যটা খুব বড় ছিল না। ওপেনার পারভেজ হোসেন ইমন শুরুটা করেন টি-টোয়েন্টির ঢংয়েই। দলীয় ২৪ রানে আউট হওয়ার আগে ২টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে ১৯ করেন ইমন। বাবর হায়াতের ক্যাচ বানিয়ে তাকে ফেরান আয়ুশ শুক্লা। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য এদিন স্বভাবসুলভ ছিলেন না। আতিক...