এশিয়া কাপ টি-টুয়েন্টিতে গ্রুপপর্বে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও টাইগারদের বিপক্ষে লড়াইয়ের পূঁজি গড়েছিল হংকং। তবে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটিতে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে হংকংকে আগে ব্যাটে পাঠান টাইগার্স অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে ইয়াসিম মুরতাজার দল। জবাবে নেমে ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। রানতাড়ায় নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে ২৪ রান। তৃতীয় ওভারের শেষ বলে পারভেজ হোসেন ইমন ১৪ বল ১৯ রান করে ফিরে গেলে জুটি ভাঙে। ৫.৪ ওভারে ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ফেরেন ১৮ বলে ১৪ রান করে। তৃতীয় উইকেট জুটিতে লিটন ও...