কাজাখস্তানে তোলা এমন কয়েকটি ছবি ইন্সটাগ্রাম ও ফেসবুকে পোস্টের হ্যাশটাগে রেদওয়ান রনি লিখেছেন, ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’। অভিনেতা আফরান নিশো বর্তমানে অবস্থান করছেন কাজাখস্তানে। তার সঙ্গে রয়েছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, তারা সেখানে নতুন চলচ্চিত্র ‘দম’-এর লোকেশন রেকি করতে গেছেন।আরো পড়ুন:আশির দশকের বাংলা সিনেমা ও সিনেমাকেন্দ্রিক সমাজসন্তানের মৃত্যু ইরফান সাজ্জাদকে যা শিখিয়ে গেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রেদওয়ান রনি তার ইন্সটাগ্রাম ও ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। পোস্টে হ্যাশট্যাগে তিনি লিখেছেন, ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’। এতে স্পষ্ট হয়েছে, সিনেমাটির লোকেশন নির্বাচনের কাজ চলছে কাজাখস্তানে। এর আগে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজাখস্তানকে বেছে নেওয়ার...