জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদল। এরপর রাতের বেলা অছাত্রদের নিয়ে জাকসু বাতিলের দাবিতে মিছিল করে ছাত্র। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ হলেও এ সময় দেখা যায় অছাত্র বহিরাগতদের। গতকাল রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, যদি কোন বহিরাগত নির্বাচনের সময় ক্যাম্পাসে আসে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কমিশনের সে কথার বাস্তবায়ন দেখা যায়নি। ছাত্রদলে মিছিলে বিশ্ববিদ্যালয়ের ৩৯ব্যাচের শিক্ষার্থী জহির উদ্দীন বাবর, ৪০ব্যাচের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিক, ৩৯ ব্যাচের শিক্ষার্থী ও কলেজ...